মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় বিজ্ঞান মেলার আজ বুধবার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বেলা সাড়ে এগারোটায় উপজেলা চত্বরে ২ দিনব্যাপী অনুষ্ঠিত মেলার শেষ দিনে অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বিজয়ী শিক্ষার্থী উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা প্রমুখ।
গত ২৪ নভেম্বর শুরু হওয়া এই মেলায় জেলার ১৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করে।
CBALO/আপন ইসলাম