মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারের মৌসুমে সরকারি ভাবে আমন ধান ক্রয় (সংগ্রহ) শুরুর আজ বুধবার ১৯ দিনেও একজন কৃষকও ধান বেচতে আসেননি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে গত ৭ নভেম্বর থেকে ক্রয় অভিযান শুরু হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নিয়ামুল হক আরো জানান, এবারের মৌসুমে উল্লাপাড়ায় ৫শ ৪৬ মেট্টিক টন আমন ধান ক্রয় (সংগ্রহ) করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম ২৬ টাকা বেধে দেয়া হয়েছে । লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরাসরি এ ধান ক্রয় করা হবে। আগামী ২৮ ফেব্রæয়ারী পর্যন্ত ধান ক্রয় করা হবে।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ রাশেদুল আলম জানান, আজ ২৫ নভেম্বর বুধবার পর্যন্ত একজন কৃষকও খাদ্য গুদামে ধান বেচতে আসেননি।
এদিকে বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা যায়, রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। বেশ ভালো হারে এ ধানের ফলন মিলছে। উপজেলার বিভিন্ন হাট বাজারে নতুন উঠা আমন ধান কেনা বেচা চলছে। প্রতি মণ ধান ১১শ থেকে সাড়ে ১১শ টাকায় কেনা বেচা হচ্ছে।
CBALO/আপন ইসলাম