সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ১৮টি মামলার আসামী কোরবান আলী (৩৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার কোরবান আলী কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের নুর মোহাম্মদের ছেলে। বুধবার (২৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক রতন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় অভিযান চালিয়ে কোরবানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩টি অস্ত্র, ৭টি ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে। ১৮টি মামলা বিচারাধীন রয়েছে।
CBALO/আপন ইসলাম