মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতের বেলায় বোরকা পড়া তিনজনের মারপিট হামলায় আহত বেলাল হোসেন (৫২) মারা গেছেন। সে (বেলাল হোসেন) উপজেলার নেওয়ারগাছা নতুন পাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
নিহত বেলাল হোসেনের পারিবারিক ও মডেল থানা সুত্রে, গত শুক্রবার রাত আটটার দিকে বেলাল হোসেন হাট থেকে বাড়ি ফিরছিলেন। নেওয়ারগাছা নতুন পাড়া গ্রামের মাঝামাঝি পৌছিলে বোরকা পড়া তিনজন তার পথ রোধ করে এলোপাথাড়ি মারপিট করে গুরত্বর জখম করে। এ সময় বেলাল হোসেনের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং বগুড়া হাসপাতালে চিকিৎসায় ভর্তি করা হয়। সেখান থেকে তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সেখানে থেকে ঢাকায় নেওয়ার পথে শনিবার দিন পেরিয়ে মাঝ রাতের দিকে মারা যায়।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, তিনি ঘটনাটি জেনে সেখানে গিয়েছিলেন। বেলাল হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নেয়া হয়েছে।
CBALO/আপন ইসলাম