মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে সেলিম রেজা (৩৫) নামক এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ৮৩ হাজার টাকা ও একটি দামি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধায় পূর্ব হাড়লপাড়া আহাদ আলীর চায়ের দোকানে এঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সেলিম রেজাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত সেলিম রেজা আটঘরিয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাজপাড়া ইউনিয়নের পূর্ব হাড়লপাড়া গ্রামের মৃত হাই আলীর ছেলে সেলিম রেজা ওই দিন সন্ধায় আহাদ আলীর চায়ের দোকানে বসে মোবাইল ফোনে ওয়াজ শুনছিলেন। এসময় নাদের আলী, সালাম, সাগর, সামাদ অর্তকিত ভাবে হামলা চালায় সেলিম রেজার উপর।
তাদের হাতে থাকা হাতুড়ি ও বাটাম দিয়ে চায়ের দোকান থেকে টেনে হেচড়ে বাইরে বের করে এনে বেধরক মারপিট করে তার কাছে থাকা ৮৩ হাজার টাকা ও একটি দামি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। পরে সেলিম রেজাকে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনা স্থল আটঘরিয়া থানা পুলিশ পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
CBALO/আপন ইসলাম