সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

হত্যা ও বিবেকহীন মানুষ বেড়ে যাওয়া কিয়ামতের আলামত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ১২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:যে সময় আমরা পার করছি, দিন দিন হত্যা, অপরাধ, খুনখারাবি ও বিবেকহীন মানুষের সংখ্যা বাড়ছে। এটি কিয়ামতের আলামত। রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘শপথ সেই মহান সত্তার! যার হাতে আমার প্রাণ। দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না (তার আগে) মানুষের কাছে এমন সময় আসবে; হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে আর নিহত ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে। বলা হলো, সেটা কিভাবে হবে? তিনি বলেন, হারাজ (গুজব, হুজুগ, বিবেকহীনতা, মূর্খতা, নির্বুদ্ধিতা, অন্যায় হত্যা, বিচারহীনতা ও সত্য-মিথ্যার মিশ্রণ ইত্যাদি)-এর কারণে।’ (মুসলিম, হাদিস : ৩৯০৮)

কিয়ামতের আগে বিবেকহীন মানুষ বেড়ে যাবে। এ বিষয়ে হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, ভূমিকম্প বেশি হবে, সময় সংকীর্ণ হয়ে যাবে, ফিতনা প্রকাশ হবে, হত্যাকাণ্ড-খুনখারাবি বেড়ে যাবে, সম্পদের আধিক্য হবে।’ (বুখারি, হাদিস : ১০৩৬)

সাহাবায়ে কিরাম বললেন, ‘সুবহানাল্লাহ! তখন কি মানুষের বুদ্ধি-বিবেক থাকবে না?’ নবীজি (সা.) বলেন, ‘না। সে সময় মানুষ বিবেকশূন্য হয়ে যাবে এবং মনে করবে সে-ই সঠিক, আসলে তা নয়।’ (মুসনাদে আহমাদ)

মহান আল্লাহ আমাদের এসব অপরাধ থেকে হেফাজত করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর