মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার সন্ধ্যা করোনা ভাইরাস এর সচেতনতায় মাস্ক না থাকা এবং কাগজপত্র বিহীন মোটর সাইকেল চালক মিলে মোট ২২ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ নাহিদ হাসান খান এ আদালত পরিচালনা করেন। শহরের শ্যামলীপাড়া এলাকা থেকে এ অভিযান চালানো হয়। এ প্রতিবেদন লেখা কাল সন্ধ্যা পোনে সাতটা নাগাদ মোট ২২ জনকে করোনা সচেতনতায় মাস্ক না থাকা এবং মোটর সাইকেলের কাগজপত্র না থাকায় বিভিন্ন অংকে অর্থ জরিমানা করা হয়। যার পরিমান ১১ হাজার টাকা।
CBALO/আপন ইসলাম