শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

ডোমারে ৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন তৌহিদা জ্যোতি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৩ মে, ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ণ

হিমেল চন্দ্র রায়,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ উদ্যোগে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নারী নেত্রী তৌহিদা জ্যোতি।
শুক্রবার (২২মে) সকাল ১১টায় ডোমার পৌর এলাকার থানাপাড়া তার নিজ বাসভবনে এ উপহার সামগ্রী তুলে দেন তিনি। খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগে আতব চাল, মিনিকেট চাল, সেমাই, চিনি, গুড়া দুধ, ডাল, আলু ও সয়াবিন তেল ছিল।
করোনা ভাইরাসের কারণে মানুষ যখন দিশেহারা। দোকানপাট বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সেই সময় রমজানের আগে নিজস্ব অর্থায়নে ৭০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সাবান ও তেল বিতরণ করেন তিনি। নারী নেত্রী তৌহিদা জ্যোতি জানান, এমন বিপদের দিনে আমার দেয়া সামান্য উপহার কিছুটা হলেও অসহায় মানুষের কাজে লাগবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সামান্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামীতে সুখে ও দুঃখে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর