শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

ই-পেপার

নলডাঙ্গায় স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৬:২১ অপরাহ্ণ

মোঃ জামিল হায়দার (জনি) নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ

১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ স্কাউটস নলডাঙ্গা উপজেলা, নাটোর এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা -২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন জনাব নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি আব্দুল্লাহ আল- মামুন। উক্ত কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ নাটোরের উপ- পরিচালক ও নাটোর জেলা স্কাউটস এর কমিশনার গোলাম রাব্বি (উপসচিব) পিএ এ (উডব্যাজার)। উক্ত কাউন্সিল সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তাছমিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. ফারুক উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী।

 

রাজশাহী আঞ্চলিক স্কাউটস এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, নাটোর জেলা স্কাউটসের সম্পাদক এসএম গোলাম মহিউদ্দিন এলটি,যুগ্ম সম্পাদক কাহারুল ইসলাম জয়। উপজেলাস্ত সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা থেকে আগত শিক্ষক ও কাউন্সিলর বৃন্দ এবং নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট রবিউল ইসলাম। উক্ত কাউন্সিল সভায় উপস্থিত সকল কাউন্সিলরদের সম্মতিক্রমে কমিশনার নির্বাচিত হয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী। সম্পাদক নির্বাচিত হয়েছেন নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন-অর-রশিদ।

 

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তহমিনা খাতুন। এছাড়া বিভিন্ন পদে নির্বাচিত হন স্কাউটারগণ সেই সাথে নির্বাচিত কমিটিকে ২৮ সদস্য বিশিষ্ট কমিটি পূনাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়। এই নব নির্বাচিত কমিটি আগামী তিন বছর নলডাঙ্গা উপজেলা স্কাউটসের উন্নয়ন অগ্রগতি ও উপজেলা স্কাউটসকে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ কাজ করবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর