পাবনার চাটমোহর উপজেলার সমাজ বাজারে অবস্থিত জারিফ ডায়াগনস্টিক সেন্টারে প্রথমবারের মতো সফলভাবে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি নবজাতকের জন্ম হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে দক্ষ চিকিৎসক ও নার্সিং টিমের তত্ত্বাবধানে প্রসবটি সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
চিকিৎসকদের মতে, প্রসবের সময় কোনো জটিলতা দেখা না দেওয়ায় স্বাভাবিক পদ্ধতিতে নিরাপদে সন্তান প্রসব করানো সম্ভব হয়। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, পর্যবেক্ষণ ও পরামর্শের মাধ্যমে প্রসূতি মাকে সহায়তা করা হয়।
প্রসবটি পরিচালনা করেন ডাঃ মাহজাবিন মাইশা, তিনি এমবিবিএস ডিগ্রিধারী এবং স্ত্রীরোগ ও প্রসূতি সেবায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি পেইন অ্যান্ড অবস্টেট্রিক কেয়ার ও সিসিডি (ব্যাচড) কোর্স সম্পন্ন করেছেন। নিরাপদ নরমাল ডেলিভারি পরিচালনায় তার রয়েছে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা।
ডাঃ মাহজাবিন মাইশা বলেন,“নরমাল ডেলিভারি মাতৃত্বের স্বাভাবিক প্রক্রিয়া। সঠিক যত্ন ও চিকিৎসা গাইডলাইনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই নিরাপদভাবে নরমাল ডেলিভারি করানো যায়। মা এবং নবজাতক সুস্থ আছেন- এটাই আমাদের জন্য সর্বোচ্চ সাফল্য।”
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম বলেন, গ্রামাঞ্চলে নিরাপদ মাতৃত্ব সেবা নিশ্চিতের দিকে এক ধাপ এগিয়ে।
চাটমোহরের গ্রামাঞ্চলে অনেক সময় প্রসবকালীন জটিল পরিস্থিতি দেখা দিলে দূরে শহরে যেতে হয়, ফলে বাড়ে ঝুঁকি ও খরচ। এলাকাতেই নিরাপদ নরমাল ডেলিভারি সুবিধা চালু হওয়ায় এটি স্থানীয়দের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, এই ধরণের সেবা সহজ প্রাপ্য হওয়ায় গ্রামীণ নারীদের মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
জারিফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ মানিক হোসেন বলেন, “আমাদের লক্ষ্য এলাকায় আধুনিক চিকিৎসা সেবা এবং নিরাপদ মাতৃত্ব সেবা নিশ্চিত করা। প্রথম সফল নরমাল ডেলিভারি মানুষকে আমাদের প্রতি আস্থাশীল করেছে। আমরা আন্তরিকতা ও যত্নের সাথে এই সেবা অব্যাহত রাখবো।”