শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনায় ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৭:৫২ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদী জিআরপি থানার ব্যারাক থেকে নাইম নামের এক কনস্টেবলের ট্রাঙ্ক’ এ ২৫ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট সাপেক্ষে এসআই রঞ্জন, এএসআই জাহাঙ্গীর ও জিআরপি থানার ওসি’র গাড়ী চালক মসিউরসহ ৩ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন পাকশী বিভাগীয় জিআরপি পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী জিআরপি থানার ওসি গোপাল চন্দ্র।

কনস্টেবল নাইমকে গ্রেপ্তার করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। পাকশী রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার নাইমকে তার ব্যক্তিগত ট্রাঙ্ককে পাওয়া ফেনসিডিলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে নাইম মাদকের বিষয়ে স্বীকার করে। গত বুধবার (৪ নভেম্বর) রাজশাহী থেকে ঢালারচরগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছিল ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ। কনস্টেবল নাইম ঈশ্বরদী জিআরপি থানার কম্পিউটার অপারেটর।

গ্রেপ্তারকারী পুলিশ সদস্যরা ধারণা করছেন ঐ উদ্ধার হওয়া ফেনসিডিল থেকে নাইম ২৫ বোতল সরিয়ে রেখেছিল।

এ ব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানার ওসি গোপাল চন্দ্রের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে। মামলা নং-২, তারিখ ৬/১১/২০২০। আসামি কনস্টেবল নাইমকে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর