মো: আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার, নবীনগরে সিটি ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ উপলক্ষে প্রথম রাউন্ডে আজ বৃহস্পতিবার (১২/১১) বিকালে নবীনগর সরকারি হাই স্কুল মাঠে রতনপুর একাদশ বনাম বাড়াইল একাদশ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। রতনপুর একাদশ ২-০ গোলে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রতনপুর একাদশের ১০ নম্বর জার্সি মো. শামীম। শামীমের হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেষ্ট তুলে দেন নবীনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সাবেক ছাত্রনেতা সাংবাদিক সঞ্জয় সাহা।
এসময় উপস্থিত ছিলেন, নবীনগর সরকারি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, সাবেক ছাত্রনেতা একসময়ের এই মাঠের কৃতি ফুটবলার রতনপুরের কৃতিসন্তান ইতালি প্রবাসী জাহিদ খান মিহির, সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুলতান আহমেদ ও কাজী শরীফ প্রমুখ । খেলাটি পরিচালনা করেন ফোরকান উদ্দিন।
CBALO/আপন ইসলাম