মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের বিজয় কোনোভাবেই মেনে নিতে নারাজ ক্ষমতাসীন ট্রাম্প শিবির। ট্রাম্পও এই বিজয় মেনে নিতে পারছেন না। বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি একটি টুইট করেছেন। কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তিনি লেখেছেন, ‘আমরা জিতবো’।
এদিকে, সরকারিভাবে এখনো মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। কিন্তু পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট যে জো বাইডেন হচ্ছেন, তা মোটামুটি পরিষ্কার। সিএনএন বলছে, জো বাইডেন ২৭৯টি ইলেক্টোরাল ভোট পেয়ে মার্কিন মসনদে বসার ম্যাজিক সংখ্যা ২৭০ পার করে ফেলেছেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট।
নির্বাচনে নিশ্চিত হেরে যাচ্ছেন ট্রাম্প। তাই তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন। সেখানে সাংঘাতিক কিছু ঘটে না গেলে, আগামী ২০ জানুয়ারি জো বাইডেন এবং কমলা হ্যারিসই পরবর্তী শাসক হিসেবে শপথবাক্য পাঠ করবেন বলে জানা গেছে ডয়চে ভেলের এক প্রতিবেদনে।