এস এম সোহাগ রানা তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত উদ্যেগে “” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে নিয়মিত বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়।
তারই ধারাবাহিতায় সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা এর উদ্যোগে আজ ২২মে,২০২০ শুক্রবার সকাল থেকে রসূলপুর ৫০ পরিবার,কাটিয়া দাশপাড়া ৫০পরিবার, সুলতানপুর শেখ পাড়া ১০পরিবারে, সুলতানপুর কাজীপাড়া ১০ পরিবার,উপজেলার পাশ্বে ৫০ পরিবার, পুরান হাসপাতালে পাশে ২০পরিবার, ডাক্তারের মাধ্যমে ৬ পরিবার,মাওয়া চাইনিজ এর পাশে ২০পরিবার মোট ২০৬ পরিবার এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে টোকেনের মাধ্যমে ৭৫২ পরিবার , টোকেন বিহীন ৮০ পরিবারের মাঝে সর্বমোটঃ ১০৩৮পরিবার কে দুই আইটেম এর বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়।
শাক-সবজি মধ্যে ছিলো ডাঁটাশাক, পুইশাক,করোলা,ঢেরস, কাগজিলেবু কাঁচাঝাল,লালশাক ও পেচেঙ্গা ।সামাজিক দূরত্ব বজায় রেখে,সুশৃঙ্খলভাবে প্রতিদিনের ন্যায় আজও সরাসরি কৃষকের কাছ থেকে শাক-সবজি কিনে তা সরাসরি অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।এর ফলে কৃষক ও শাক-সবজির ন্যায্য মূল্য পাচ্ছে। উক্ত কার্যক্রমটি বাস্তবায়ন এর ক্ষেএে নিরালস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমীর কর্মকতা শেখ এজাজ আহমেদ স্বপন, সালাহউদ্দীন রানা,রুহুল কুদ্দুস,শাহিন,মহাদেব,সিরাজুল ইসলাম প্রমুখ।