মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নতুন করে আরও একজনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দুইজন। আক্রান্ত ব্যক্তি উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ ( ফকিরগঞ্জ বাজার সংলগ্ন পশ্চিম পার্শ্বে) এলাকার ১৯ বছর বয়সী যুবক। সে ফেনী জেলা হতে ফেরত। বৃহস্পতিবার (২১ মে) রাতে যুবকের করোনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোঃ হুমায়ুন কবীর। সে তার বাড়িতে আছে,সুস্থ্য আছে এবং হোম আইসোলেশনে নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে বলে জানান।
এদিকে উপজেলা প্রশাসন ও রাধানগর ইউপি চেয়ারম্যান করোনা সনাক্তের নমুনা রিপোর্ট পাওয়ার পর পরই তার বাড়ি সহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে রেখেছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, গত ১ মে ফেনী থেকে তার নিজ বাড়িতে আসলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে গত ১৮ মে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরন করলে বৃহস্পতিবার (২১ মে) রাতে নমুনার রিপোর্ট পজেটিভ আসে।