রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ নগরী এবং সদর উপজেলায় দুটি পারিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। একইসময় আরও ৩০টি পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকায় ঘুর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্থ একটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শুকনো খাবার, দুই বান ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা আর্থিক সহায়তার চেক এবং ১৫টি পরিবারে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
একইদিন নগরীর ২৬ নম্বর ওয়ার্ডস্থ দণি জাগুয়ায় আম্ফানে তিগ্রস্থ অপর একটি পরিবারকে প্রধানমন্ত্রীর প থেকে শুকনো খাবার, দুইবান ঢেউটিন, নগদ ছয় হাজার টাকার আর্থিক সহায়তার চেক এবং আরও ১৫টি পরিবারকে বিভিন্ন খাদ্য সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।