অনলাইন ডেস্ক:যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ছিল ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। বাইডেন পেয়েছেন ২৭৯টি। বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের প্রচারণা শিবির ইঙ্গিত দিয়েছে, তাদের প্রার্থী পরাজয় স্বীকার করবেন না। শনিবারের ফলাফলে ১৯৯০ সালের পর ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের প্রথম হার এটি।
এক বিবৃতিতে ট্রাম্প জানান, ভুয়া জয়ী হিসেবে পোজ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে ছুটে যাচ্ছেন বাইডেন। সহজ বাস্তবতা হচ্ছে, নির্বাচন শেষ হতে এখনো অনেক পথ বাকি। কোনো রাজ্যে বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণা দেওয়া হয়নি। যেসব রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেসব রাজ্য এবং আমাদের প্রচারণা শিবির কারচুপির অভিযোগে যেসব মামলা করেছে, সেসব রাজ্যের ফলাফল চূড়ান্ত বিজয় নির্ধারণ করবে।
CBALO/আপন ইসলাম