সলঙ্গা প্রতিনিধি :
আজ শনিবার (৭ নভেম্বর ) রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্ত্বরের উত্তর পার্শ্বে হাজী ঈমান আলী মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বাস যাহার নং ঢাকা মেট্রো -ব – ১৫- ৬৭৫৬ তল্লাসী করে যাত্রীর সিটের নিচে গাড়িতে মালামাল রাখার বক্সে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ১০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ একজনকে আটক করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকী জানান,
তিনি এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে বাসটি চেক করে ১০৭ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ীকে আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসে। আটককৃত ব্যবসায়ী সোহেল রাজশাহী জেলার চারঘাট থানার দৌলত পুর গ্রামের আকরাম আলীর ছেলে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
CBALO/আপন ইসলাম