২০০৮ সালে যাত্রা শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রথম আসরে অন্যান্য দেশের ক্রিকেটারদের মত এই টুর্নামেন্ট খেলেছে পাকিস্তানের ক্রিকেটাররাও।
এরপর দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ফাটল ধরলে পাক ক্রিকেটারদের জন্য বন্ধ হয়ে যায় আইপিএলের দরজা। যদিও বর্তমানে কয়েকজন পাক বংশভূত ক্রিকেটার এই লিগের সাথে যুক্ত আছেন তবে তারা পাকিস্তান জাতীয় দলের কেউ নন।
২০০৮ সালে যে সকল পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএল মাতিয়েছিলেন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক –
১) শহিদ আফ্রিদি (ডেকান চার্জাস)
আইপিএলের প্রথম আসরে পাকিস্তানের বিস্ফোরক ব্যাটসম্যান শহিদ আফ্রিদি খেলেছিলেন ডেকান চার্জাসের হয়ে খেলেছিলেন। ১০ ম্যাচে ১৭৬ স্ট্রাইক রেটে করেছিলেন ৮১ রান ও বল হাতে নিয়েছিলেন ৯ উইকেট।
২) সোহেল তানভীর (রাজস্থান রয়্যালস)
রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন সোহেল তানভীর। আইপিএলের প্রথম আসরে ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটে শিকারী হয়েছিলেন তিনি। িএকটি ম্যাচে ১১ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়েছিলেন তিনি যা দীর্ঘদিনি সেরা বোলিং ফিগার হিসেবে টিকেছিল।
৩) সালমান বাট (কলকাতা নাইট রাইডার্স)
পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ৭ ম্যাচে প্রায় ১২০ স্ট্রাইক রেটে ১৯৩ রান করেছিলেন এই বাহাতি।
৪) ইউনিস খান (রাজস্থান রয়্যাল)
আইপিএলে একটি ম্যাচ খেলেছিলেন। রাজস্থান রয়্যাল সেবার শিরোপা জিতে।
৫) কামরান আকমল (রাজস্থান রয়্যাল)
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। ১৬৪ স্ট্রাইক রেটে ৬ ম্যাচে ১২৮ রান করেছিলেন এই ডানহাতি।
৬) শোয়েব আখতার (কলকাতা নাইট রাইডার্স)
বিশ্বের সবচেয়ে দ্রতগতির বোলার শোয়েব আখতার খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে। কলকাতার পক্ষে রাজসিক অভিষেক হয়েছিলো তার। ১১ রানে ৪ উইকেট নিয়ে কলকাতাকে জিতিয়েছিলেন, হয়েছিলেন ম্যাচ সেরাও।
৭) মিসবাহ-উল-হক (রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)
পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক ২০০৮ সালে খেলেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুুরুর হয়ে। ১৪৪ স্ট্রাইক রেটে ৮ ম্যাচে ১১৭ রান করেছিলেন তিনি।
৮) মোহাম্মাদ হাফিজ (কলকাতা নাইট রাইডার্স)
সাবেক পাকিস্তানি অধিনায়ক মোহাম্মাদ হাফিজ আইপিএলের প্রথম আসরে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।
৯) মোহাম্মদ আসিফ (দিল্লি ডেয়ারডেভিলস)
পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফ খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। ৮ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
১০) ওমর গুল (কলকাতা নাইট রাইডার্স)
পাকিস্তানি ফাস্ট বোলার ওমর গুল খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন তিনি।
সূত্র: ক্রিকবাজ