কে,এম আল আমিন :
সিরাজগঞ্জের সলঙ্গায় তিন বছরের কন্যা শিশুকে এক লম্পট কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ।জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) দুপুরে থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত ধর্ষক সুজন (১৬) হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। নির্যাতনের শিকার শিশুটির পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কৌশলে ওই শিশুটিকে ফুসলিয়ে পাশ্ববর্তী ধান ক্ষেতে নিয়ে যায়। শিশু কন্যাকে বাড়িতে না পেয়ে তার মা ও ভাই আশে পাশে খোজাখুজি শুরু করে।খোজাখুজির একপর্যায়ে ধানক্ষেতের দিকে এগিয়ে গেলে শিশুটির চিৎকার শুনতে পায়।
ঘটনাস্থলে পৌছার আগেই টের পেয়ে ধর্ষক সুজন সেখান থেকে পালিয়ে যায়। নির্যাতিত শিশুটির মা ঘটনাটি গ্রাম্য মাতব্বরদের জানালে নির্যাতিত শিশুটির মাকে আইনগত ব্যাবস্থা নিতে বলেন। বৃহ:বার রাতে শিশুটির মা বাদী হয়ে লম্পট সুজনকে অভিযুক্ত কর সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার সকালে সলঙ্গা থানার এস আই আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে এসআই আব্দুল লতিফের সাথে যোগাযোগ করা হলে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
CBALO/আপন ইসলাম