খন্দকার মোহাম্মাদ আলী :
সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের উপ-নির্বাচনে প্রচারাভিযানে হামলার অভিযোগ করেছেন বিএনপি দলীয় মনোনিত প্রার্থী মোঃ সেলিম রেজা। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান,বৃহস্পতিবার বিকেলে নির্বাচনি এলাকার ছোনগাছা এলাকায় পুর্ব নির্ধারিত স্থানে জনসংযোগ করতে গেলে আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ তার কর্মীদের উপর হামলা চালায় ।
তাদের হামলার মুখে গনসংযোগ করতে ব্যর্থ হয়। পরে তারা ছোনগাছা সড়কের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেন। এসময় পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়া তিনি অভিযোগ করেন এসমস্ত বিষয়ে নির্বাচন কমিশনে মৌখিক অভিযোগ করেও তারা আমলে নিচ্ছেননা। সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় নির্বাচনী কমিটির সমন্বয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হামলা ভয়ভীতির কারনে ধানের শীষের কোন নেতাকর্মীই মাঠে যেতে পারছেননা। পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। প্রশাসনের অনুমতি নিয়ে আমাদের নির্ধারিত স্থানে গনসংযোগ চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
যেভাবে হামলা করা হয়েছিল যদি সঠিক সময়ে প্রশাসনের লোকজন না আসতেন তাহলে আমরা জীবিত ফিরতে পারতামনা। নির্বাচন কমিশন রাজশাহীতে অভিযোগ করা হয়েছে। কিন্ত তারাও বিএনপির নির্বাচনি কাজে সহযোগীতা করছেনা। সবমিলিয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনী পরিবেশ তৈরীর জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে জেলার বিএনপির সাধারন সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম