সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

ভারুয়াখালী” স্পন্দন ফুটবল একাদশ” চ্যাম্পিয়ন কাপ নিয়ে উল্লাস

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৯:২৩ পূর্বাহ্ণ

জিয়াউল হক জিয়া,চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের উল্টাখালী- নন্দাখালী উন্নয়ন ক্রীড়া সংস্থা উদ্যোগে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে “স্পন্দন ফুটবল একাদশ” ভারুয়াখালী, দক্ষিণপাড়া। চ্যাম্পিয়ন কাপ টিম ম্যানেজার সৈয়দ নুর হেলালির হাতে তুলে দিয়েছে মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। ৫ নভেম্বর বিকাল ৩:০০ টায় হাজী তালেবীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‘ভারুয়াখালীর দক্ষিন পাড়া স্পন্দন ফুটবল একাদশ’ বনাম চৌধুরীপাড়া পাড়া সুপারস্টার হিরো ফুটবল একাদশ জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

এই খেলায় কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন থেকে টিম আসলেইও সকল ফুটবল টিমকে হারিয়ে ফাইনালে মুখোমুখি হয় ভারুয়াখালীর উপরোক্ত দুই শক্তিশালী ফুটবল দল। ৬০ এর মিনিটের খেলায় মাঠের একদিকে দক্ষিণপাড়া স্পন্দন ফুটবল একাদশ অপরদিকে অংশগ্রহণ করেন চৌধুরীপাড়া সুপারস্টার হিরো ফুটবল একাদশ। খেলার শুরুটায় টানটান উত্তেজনায় ছিল,খেলা দেখতে হাজার হাজার দর্শক জমায়েত হয়। খেলার মাঠ যেমনটা উৎসবমুখর পরিবেশে চতুর্দিকে দর্শকে ভরে যায়। খেলা শুরু হয়ে ২৫ মিনিটের মাথায় স্পন্দন ফুটবল একাদশ একটি গোল করে এগিয়ে যায় । এরপর উভয় পক্ষ হাড্ডাহাড্ডি লড়াই চলে, শেষ পর্যন্ত চৌধুরীপাড়া ফুটবল একাদশ কোন ভাবে গোল পরিশোধ করতে পারেনি। দক্ষিণপাড়া স্পন্দন ফুটবল একাদশ ১ গোলে বিজয় লাভ করে ।

 

এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান প্রিন্স, রশিদ নগর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, রশিদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক শাহীন,ভারুয়াখালী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আমিনুল হক, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য ফজলুল হক মেম্বার সহ প্রমুখ নেতৃবৃন্দ। খেলা শেষে খেলোয়ারদের মাঝে ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ সম্মানিত করে এবং বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন কাপ ও রানার্সআপ কাপ তুলে দেয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল স্পন্দন ফুটবল একাদশ এর টিম ম্যানেজার সৈয়দ নূর হেলালী ও অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন কাপ তুলেদেন দেন এবং চৌধুরীপাড়া ফুটবল একাদশকে রানার্সআপ বিজয়ী কাপ তুলেদেন। রেফারির দায়িত্বে ছিলেন সাবেক জাতীয় ফুটবলার,খিজারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিফন বড়ুয়া তিনি নিরপেক্ষ ভূমিকা রেখে দায়িত্ব পালন করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর