কে,এম আল আমিন :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী,সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর করোনা পজেটিভ হওয়ায় তার আশু রোগ মুক্তি কামনা করে সলঙ্গায় দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার ( ৪ নভেম্বর) সন্ধ্যায় সলঙ্গা থানা যুবদলের উদ্যোগে যুবদলের দলীয় কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা বিএনপির সদস্য জনাব হাসান ইমাম তালুকদার সহন, থানা যুবদলের আহ্বায়ক মোঃ রাশেদুল হাসান পাপনের সভাপতিত্বে এবং সাহীন রেজার পরিচালনায় দোয়ার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান আমজাদ, আতিকুল ইসলাম হেলাল, আমিনুল ইসলাম, সেলিম রেজা,সোহেল রানা,রাসেল, জাহাঙ্গীর হোসেন, স.ম আনোয়ার হোসেন, আজাহার আলী,রিপন,ইউসুফ আলী,বাবলু মিয়া,ইলিয়াস হোসেন,শ্যামল ও শাহআলম। উক্ত দোয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুমন,কে এম আল আমিন, সুলতান মাহমুদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। পরিশেষে ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় দলীয় নেতাকর্মী দের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
CBALO/আপন ইসলাম