মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার সকাল ১১ টার সময় আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দোষত্রুটি আমাদের মধ্যে হতেই পারে। সেই বিষয়গুলো নিয়ে চায়ের দোকানে সমালোচনা করে জামায়াত বিএনপিকে রাজনীতি করার সুযোগ করে না দেই।
এ বিষয় সবার প্রতি দৃষ্টি আকর্ষন ও আমাদের ভূল ও ক্ষোভ গুলো এ ভাবে ঘরের ভিতর আলোচনা করে সমস্যার সমাধান করে দলকে সুসংগঠিত করি এবং তানভীর ইমাম এমপি’র হাতকে শক্তি শালী করার লক্ষে আওয়ামী লীগের সভাপতি ও সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এহসানুল হক সন্টুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন ছাত্র লীগের অন্যতম সদস্য স্বজল আহমেদ, যুবলীগের সাধারন সম্পাদক হাবিবুর বাশার, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান,পৌর মহিলা আ’লীগের সদস্য লাকী খাতুন, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও মফিজ উদ্দিন (ভোলা) প্রমূখ।
CBALO/আপন ইসলাম