মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার সড়ক বিভাগের নিজস্ব জায়গা থেকে অবৈধ সব অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করা শুরু হয়েছে।বেলা এগারোটার দিকে পৌর এলাকার কাওয়াক মোড় থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়।সিরাজগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত সালমান এর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। সড়ক বিভাগের এ অভিযানে সব ধরণের অবৈধ অবকাঠামো ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে ।
উল্লাপাড়া সড়ক বিভাগ সুএে , নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ার শ্রীকোলা মোড় থেকে কাওয়াক হয়ে পাইকপাড়া ঢালু পর্যন্ত সড়ক বিভাগের নিজস্ব জায়গা থেকে যাবতীয় অবৈধ অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে দেওয়া হবে।
শ্রীকোলা মোড় থেকে কাওয়াক মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মহাসড়কের শহর অংশ (এন-৫২০) ও শ্রীকোলা মোড় পাইকপাড়া ঢালু পর্যন্ত ( এন-৫) পাকা, আধাপাকা ও অন্যান্য মিলে প্রায় তিনশ অবৈধ অবকাঠামো ও নানা স্থাপনা রয়েছে বলে জানা যায় । সড়ক বিভাগ থেকে দখলকারিদেরকে তাদের যাবতীয় স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে জায়গা মুক্ত করে দিতে এর আগে কয়েক দফা নোটিশ ও মাইকিং করে জানানো হয়েছিল।
CBALO/আপন ইসলাম