চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নুরনগর গ্রামের গুমানি নদীতে প্রায় পাঁচ ফিট পুরু দেড় কিলোমিটার নদীতে কচু আটকে ছিল। এতে করে নদীতে নৌকা চলাচল বন্ধ ছিল বিষয়টা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: বাকি বিল্লাহ্ কে অবগত করলে নিজ অর্থায়নে নদীর এ কচুরি পানা পরিষ্কার করান।নদীর এই কচুরি পানা পরিষ্কার করায় সার্বিক পরিচালনা করেন নুরনগর গ্রামের ফরহাদ মোল্লার ছেলে হাতেম মোল্লা।
জানা যায়, নুরনগর গ্রামের গুমানি নদীর উপর ব্রীজ থেকে সেনগ্রাম ষষ্ঠীতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নদীতে ৫ ফিট পুরু ভাবে কচুরি পানা আটকা পড়েছিল।গত ১০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত প্রায় ৩০০ দিনমজুরকে দিয়ে এই কচুরি পানা পরিষ্কার করান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ ।
এ বিষয়ে ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সোবাহান বলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নদী পরিদর্শন করার পরে এ নদীর কচুরি পানা পরিষ্কার করার ব্যবস্থা করেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ বলেন, নদীতে কচুরি পানা আটকা পড়ে আছে এলাকাবাসী এমন খবর জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নদী সচল করতে করণীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নিজ অর্থায়নে স্থানীয় ইউপি সদস্য ও ফরহাদ মোল্লাকে বলেছিলাম। প্রায় বিশ দিন কাজ করার পর নদীটি এখন সচল হয়েছে।
লেবারদের পারিশ্রমিকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিকদের টাকা নিজের থেকে পরিষোধ করেছি উপজেলা পরিষদ থেকে পরবর্তীতে এটা সমন্বয় করা হবে।
CBALO/আপন ইসলাম