আমি লেখক
যার কোন ধর্মের রেষারেষি নাই,
আমি লেখক
যার কোন বর্ণের ভেদাভেদ নাই।
আমি লেখক
যার কোন রাজনৈতিক ঝঞ্ঝাট নেই,
আমি লেখক
যার কোন মিথ্যা আশ্বাস দুর্গন্ধ নেই।
আমি লেখক
সবার হৃদয়ের মাঝে রয়েছি,
আমি লেখক
প্রকৃতি বন্ধুকে আপন করে নিয়েছি।
আমি লেখক
বধ করতে জানি সকল কালিমাকে,
আমি লেখক
ব্রত করতে জানি সকল ফণিকে।
আমি লেখক
কৃষকের মতো ফসল ফলাতে পারি,
আমি লেখক
শ্রমিকের মত কাজ করতে পারি।
আমি লেখক
গরীব শিশুর পাঠদানে
সাহায্য করতে পারি,
আমি লেখক
বিধবা নারীকে বিয়ে করে
সংসার করতে পারি।
আমি লেখক
তাই আমার দীনতা থাকলেও
প্রকাশ করি না,
আমি লেখক
তাই গরীব হয়েও দুস্থকে
সাহায্য না করে পারি না।
আমি লেখক
কলম আমার জীবনের শিক্ষা,
খাদ্য, চিকিৎসা, বস্ত্র,
কলমের কালিই আমার বাসস্থানে
সম্মূখে চলার অস্ত্র।
CBALO/আপন ইসলাম