বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

ই-পেপার

শুভ সমায়ের প্রতিক্ষায় – শিবপদ শুভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৭:১২ অপরাহ্ণ

একে একে সব দিক হয়ে এসেছে
নিঃশচুপ রাতের নিস্তব্ধতায়
আমাকে একা রেখে চাঁদ ঘুমিয়ে পড়েছে।
প্রচন্ড এক ব্যথায় কেটে যায় আমার নিঝুমরাত।

তোমাকে ঘিরে যে সুন্দর স্বপ্ন ছিল
বাঁলির বাঁধের মত তা ভেঙ্গে গেছে
হৃদয়টা নিল বেদনায় কেমন যেন স্থবির লাগছে
হয়তো একাকি জেগেই কাটিয়ে দেব পুরোটা রাত
শুলের আঘাতে বার বার বিধে যাবে এ বুকে।

কি যে কষ্ট তা তুমি উপলদ্ধি করতে পারবে না
তোমাকে যতই ভুলিতে চেষ্টা করি ততই স্মৃতি গুলো
উকি দেয় হৃদয় পানে।
ভালোবাসা নামের নদীটার টেউ গুলো আজ বেদনা
হয়ে আছড়ে পড়ে হৃদয় তীরে।

হয়তোবা একদিন আমার এই ভেঙ্গে যাওয়া
হৃদয়ের পূর্নবাসন হবে।
প্রত্যাশা কখনো যদি তোমার ভুল ভাঙ্গে আমাকে খুজ।
আমি সেই শুভ সময়ের
প্রতিক্ষায় রইলাম।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর