আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ৩৫ হাজার ৭শ ২৪ পরিবারের বরাদ্দকৃত ভাতা ছাড় দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা জানান, করোনা মোবাবেলার সাথে আসন্ন ঈদ-ইল-ফিতরকে সামনে রেখে ২০১৯-২০২০ অর্থ বছরে ৩৫ হাজার ৭শ ২৪ পরিবারের ৬ মাসের ভাতার টাকা ব্যাংকে ছাড় দেয়া হয়েছে। ঈদের আগেই ভাতা ভোগীরা তাদের ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা শুরু করেছেন বলেও জানান তিনি।
সূত্র মতে, উল্লেখিত অর্থ বছরের ৬ মাসের ছাড় দেয়া ভাতার মধ্যে রয়েছে ৫৪০ জন মুক্তিযোদ্ধার ভাতা, ১০৭৭৭ জনের বিধবা ভাতা, ৫০৮৭ জনের বয়স্ক ভাতা, ১৭৩৭ জনের প্রতিবন্ধি ভাতা, ৫ জনের হিজড়া ভাতা, ১১৭ জন অনগ্রসর জনগোষ্ঠির ভাতা, ১১১২ জনের অনগ্রসর জনগোষ্ঠির শিক্ষা উপবৃত্তি ভাতা, ১৪৫ জন প্রতিবন্ধি শিক্ষা বৃত্তি ভাতা, ১ জনের হিজড়া শিক্ষা বৃত্তি ভাতা, ক্যাপিটেশন প্রাপ্ত এতিম খানার ২০৩ জন শিক্ষার্থীর ভাতাসহ মোট ৩৫হাজার ৭শ ২৪জনের ভাতা রয়েছে। এসকল ভাতা ভোগীরা ঈদের আগেই সুনির্দিষ্ট ব্যাংক থেকে তাদের প্রাপ্ত ভাতা উত্তোলন করেছেন। যারা উত্তোলন করতে পারেন নি তারাও ব্যাংক খোলার দিন ভাতা উত্তোলন করতে পাবেন।