রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনা মেকাবেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় লোকজনের মধ্যে আগৈলঝাড়ায় সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ৯১টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা’র কার্যালয়ে করোনা মোকাবেলার কারনে কর্মহীন হয়ে পড়া এলাকার অসহায় ও দুঃস্থদের মধ্যে ১হাজার টাকা করে মোট ৯১টি পরিবারের মধ্যে সরকারের আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সমাজ কল্যান পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।
ঈদের আগে সমাজ কল্যান পরিষদের অনুদানের টাকা পেয়ে দুঃস্থরা সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।####