মো: আনোয়ার হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদ সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে নবীনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও বিভিন্ন মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১কেজি ডাল, ১টি সেমাই ও ১টি দুধের ডিবি দেওয়া হয়।
সংগঠনের প্রধান সমন্বয়ক মো. রিফাতুল হক এর সার্বিক তত্ত্বাবধানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ সামগ্রী বিতরণ করা হয়। তারই অংশ হিসেবে বুধবার দুপুরে নবীনগর পৌরসভার মাঝিকাড়া, আলীয়াবাদ ও নারায়নপুর সামাজিক দুরত্ব বজায় রেখে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া, আব্দুল কাদির রনি, সিটিভির সিইও সাইফুল ইসলাম রবিন, যুবলীগ নেতা জাকির হোসেন, মানবসেবা সংগঠনের আরিফুল ইসলাম রুবেল, আরিয়ান জাহিদ, আরিয়ান শান্ত, আমিন খান ও ইমন প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে উম্মুল কোরআন ইসলামী হাফেজি মাদ্রাসায় নগদ ৫০০০টাকা প্রদান করা হয়। ইতিমধ্যে মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদ সংগঠনটি নবীনগরে প্রায় ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।