বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

ব্যাট ও জার্সি সহ উপহার সামগ্রী তুলে দিলেন মামুন বিশ্বাস

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৯:১৯ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আই সি সি ক্রিকেট পেজে ছবি প্রকাশের পর বায়জিদ ও আসিফকে ব্যাট ও জার্সি সহ উপহার সামগ্রী তুলে দিলেন আলোকিত মামুন বিশ্বাস। ¯^প্ন তাদের আকাশ ছোয়া। শিশু বায়জিদ ও আফিসকে কাঠের ব্যাট বানিয়ে দিচ্ছে দাদা আজগর রহমান। দাদা- নাতীর ক্রিকেট খেলার ব্যাট বানানোর এমন অভাবনীয় দৃশ্য আমিাংল আজাদ আমির ক্যামেরাবন্দী করেন। গতকাল ICC – International Cricket Council ভেরিফাই পেজে ছবিটি আপলোড করেন৷ যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাতীদের আবদার রক্ষা করতে এভাবেই ব্যাট বানিয়ে দেন দাদা আজগর রহমান। গতকালের ছবি দেখে আজকে মামুন বিশ্বাস ও লোকমান হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলংগা থানার অলিদহ গ্রামে বায়জিদ ও আসিফের সাথে দেখা করেন। দুইজনকে ব্যাট, জার্সি,বল, কেস ও দাদার জন্য পাঞ্জাবি ও লুগি তুলে দেন তাদের হাতে। পরে বায়জিদ ও আসিফের সাথে খেলায় মেতে উঠেন মামুন বিশ্বাস।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর