রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ ; আটক ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৮:১১ অপরাহ্ণ

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় জায়গা দখলকে কেন্দ্র করে ওমর আলী (৬০) নামে এক ব্যক্তির বসতবাড়ী ভাংচুরসহ মুরগীর খামারে অগ্নি সংযোগ করার অভিযোগ উঠেছে শাহআলম (৩৫) নামে এক পুলিশ সদস্যে বিরুদ্ধে। রবিবার (০১ নভেম্বর) সকালে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রূপসী গ্রামে এ ঘটনা ঘটে। ওমর ঐ গ্রামের মৃত বাদশা আকন্দর ছেলে। ঘটনার পর ভাঙ্গুড়া থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শাহাদৎ হোসেন নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ। শাহআলম ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। শাহআলম পুলিশের এএসআই। তিনি বর্তমানে র‌্যাব-১৩ রংপুর শাখায় কর্মরত আছেন।

স্থানীয়রা জানায়,দীর্ঘদিন যাবৎ ওমর আলীর সাথে একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে জামাল উদ্দিনের জায়গা নিয়ে বিরোধ চলছিলো। শনিবার সন্ধ্যায় শাহআলম প্রতিবেশী ওমর আলীর বাড়ীর সামনে থাকা বাঁশের চটা ভেঙে জায়গা দখলের চেষ্টা করে। এ সময় তারা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল ছুড়াছড়ি হয়। এতে উভয় পক্ষের চারজন আহত হয়। আহতরা হলেন-ওমর আলীর ছেলে ফরিদ হোসেন,সোহেল রানা এবং মৃত হোসেন আলীর ছেলে শাহাদৎ,শাহআলম। রাতে জায়গা দখল করতে গিয়ে আহত হওয়ায়। শাহআলম ক্ষিপ্তহয়ে রবিবার সকালে তার নেতৃত্বে শাহাদৎ,সাইফুল,শাজাহান,জহুরুল,জুয়েল,আহম্মদ ও ফারুকসহ বেশ কয়েকজন ধারালো দেশীয় অস্র দিয়ে ওমর আলীর বসতবাড়ী ঘরসহ ঘরে থাকা ফ্রীজ,আলমারী,স্টিলের বাক্রা,টয়লেটের স্লাব ভাংচুর করে এবং মুরগীর খামারে অগ্নি সংযোগ করে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অভিযুক্ত শাহআলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমি ছুটি নিয়ে আমার পেটে অপারেশন করার জন্য রাজশাহীতে ছিলাম। শনিবার সন্ধ্যা পরে আমি রাজশাহী থেকে বাড়ী এসেছি, ওমর আলীর বাড়ির সামনে এসে ঘেরা দেখে ঘেরা সরাতে বলায় বাক বিতন্ডতা হয়। এসময় তারা আমার ওপর ঢিল ছুঁরে এতে আমি আহত হই। তাই বরিবার সকালে এঘটনা ঘটে। তবে সকালে আমি সেখানে ছিলাম না।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। তবে থানার ডিউটি অফিসার এএসআই কামরুল ইসলাম অভিযোগ স্বীকার করে বলেন একজন আসামিকে আটক করা হয়েছে । এঘটনায় অভিযোগ কারি ফরিদ হোসেন বলেন , এস আই ইব্রাহীম আমাদের আপস মিমাংসার জন্য চাপ সৃষ্টি করছে। আপস না হলে মামলা করে কোন লাভ হবেনা। আরো বলেন আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার পায়তারা চলছে ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর