রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে করোনাকালে দেশ বাংলা ফাউন্ডেশন মানব সেবায় জনগণের পাশে থেকে স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ বাংলা ক্লিনিক গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠালগ্ন থেকেই। করোনা ভাইরাসের মধ্যেও জনগনকে সচেতনতা সৃষ্টিসহ পূর্বের ন্যায় স্বাস্থ্য সেবা অব্যাহত রয়েছে।
১৯ মে দেশবাংলা ফাউন্ডেশনের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভার ৯টি ওয়ার্ডে ৮ হাজার ২ শত সক্ষম দম্পতিদের মাঝে মাঠকর্মীদের মাধ্যমে পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমানসহ মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীবৃন্দ।