চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
’’মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উৎযাপন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে র্যালী, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋৃণের চেক বিতরণ অনুষ্টিত হয়েছে।
রবিবার সকালে চৌহালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন থেকে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তারের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ হযরত আলী মাষ্টার, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তেরের কর্মকর্তা এ কে এম ফজলুল হক, সমবায় অফিসার মোঃ লাবলু তালুকদার, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী, ডেইলী সান পত্রিকার চৌহালী প্রতিনিধি মমাহমুদুল হাসান,
ইদ্রিস আলী প্রমুখ। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে উপজেলার ৩৪ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মাঝে ১৪ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় জোবেদা খাতুন বলেন, আমি বাংলাদেশ সরকারের যুব অধিদপ্তর থেকে হাঁস মুরগী পালনের উপর প্রশিক্ষণ নিয়ে আজ সাবলম্বী,এই টাকা নিয়ে আমার খামারটি বৃদ্ধি করতে চাই।
CBALO/আপন ইসলাম