বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

বেলকুচিতে অবসর প্রাপ্ত শিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২০, ১:০২ অপরাহ্ণ

খন্দকার মোহাম্মাদ আলী নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই খন্দকারপাড়া গ্রামের অবসর প্রাপ্ত শি¶ক খন্দকার আনোয়ার হোসেনকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে ।

আনোয়ার হোসেন জানান, গত ১বছর যাবৎ একই এলাকার তামাই কামারপাড়া মহল্লার মৃত আব্দুল খালেকের পুত্র হাবিবুল্লার ডাইং কারখানায় আমার তাঁত কারখানার সুতা রঙের কাজ করাতাম । এই সুবাদে তার সাথে ব্যাবসাহিক সম্পর্ক গড়ে উঠে । পরবর্তিতে তার একটি ব্যাক্তিগত সমিতির সদস্য করার জন্য আমার ছেলে আরিফ খন্দকারকে প্রস্তাব দেয় সাপ্তাহিক ভাবে টাকা জমা করার জন্য । উক্ত প্রস্তাবে রাজি হয়ে সঞ্চয় জমা দিতে থাকি । ইতি মধ্যে আমার সঞ্চয়কৃত ৪০হাজার টাকা জমা হয় ।এর বিপরিতে ১ লক্ষ টাকা ঋন দেয়ার কথা হয় ঋন না দেয়ার সাময়িক ভাবে আমি ক্ষতিগ্রস্থ হই । এক পর্যায়ে ঋন দিতে অস্বীকার করলে আমি আমার জমাকৃত সঞ্চয়ের টাকা হাবিবুল্লার কাছে ফেরত চাই । সে ফেরত দেয়ার কথা স্বীকার করলেও ফেরত না দিয়ে সময় ক্ষেপন করে । আমি বিষয়টি ইউপি চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাসানিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানাই। এর পরিপ্রেক্ষিতেই ২০ অক্টোবর হাবিবুল্লা ক্ষিপ্ত হয়ে মুল ঘটনা আড়াল করে আমার নামে ১০৭ ও ১১৭(গ) ধারায় আদালতে মামলা দায়ের করেছে । আমি অবসর প্রাপ্ত একজন শিক্ষক আমার সন্মান হানীকরার উদ্দেশ্যে ষড়যন্ত্রম‚লকভাবে আমি ও আমার ছেলে আরিফ খন্দকারের নামে মিথ্যা মামলাটি করেছে । আমি এর তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাই ।

মামলার বাদি হাবিবুল্লা জানান, আনোয়ার হোসেনের সাথে আমার দির্ঘদিনের ব্যাবসায়িক সম্পর্ক আছে ।আমার কাছে তার সঞ্চয়কৃত ৪০হাজার টাকা জমা আছে । আমিও তার কাছে ব্যাবসায়িক টাকা পাবো হিসাবটি দেখতে হবে । মামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান,আনোয়ার হোসেনের নামে মামলা করেছি মামলার মাধ্যমেই বিষয়টি সমাধান হবে ।

এলাকাসুত্রে জানাযায়, তামাই কামারপাড়া মৃত খলিল সরকারের বাড়িতে হাবিবুল্লার ডাইং কারখানা স্থাপন করেছে উক্ত কারখানায় সুতা রঙের কাজ হয়। আমরা জানি আনোয়ার হোসেনের সাথে হাবিবুল্লার দির্ঘদিনের বাবসায়িক সম্পর্ক আছে এবং সমিতির সাপ্তাহিক সঞ্চয় আদায় করে থাকেন হাবিবুল্লা এই লেনদেনের বিষয়ে কথাকাটাকাটি হয়েছে উভয়ের মাঝে । কিন্তু পরবর্তিতে জানতে পারলাম হাবিবুল্লা মামলা করেছে ।মামলার আরজিতে উল্লেখ্য ঘটনাটি সম্পুর্ন মিথ্যা । মুল ঘটনাকে আড়াল করে ভিন্য খাতে মামলাটি করার ফলে সাক্ষিরা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পরছে বলে জানতে পারি ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর