কে,এম আল আমিন :
সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সলঙ্গা থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টা হতে দিনব্যাপী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে চলে সলঙ্গা থানা আ.লীগের বর্ধিত সভা। থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা আ.লীগের সংগ্রামী সভাপতি, সাবেক মৎস্য মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন,জেলা আ.লীগের সাধারন সম্পাদক ডা: হাবীবে মিল্লাত মুন্না এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উল্লাপাড়া- সলঙ্গার এমপি তানভীর ইমাম,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ। এ ছাড়াও সম্মানীত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ- সভাপতি,বীর মুক্তযোদ্ধা আবু ইউসুফ সুর্য,কে,এম হোসেন আলী হাসান,শ্রী বিমল কুমার দাস,আব্দুর রহমান,মোস্তফা কামাল,ফিরোজ ভুইয়া,যুগ্ম সাধারন সম্পাদক,আ: ছামাদ তালুকদার,সাংগঠনিক সম্পাদক আ: হান্নান খাঁন,জান্নাত আরা হেনরী তালুকদার,ইমরুল হোসেন ইমন তালুকদার, হেলাল উদ্দীন।
এ ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন, থানা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার,সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান বিএসসি, সদস্য হেতায়েতুল আলম ( আলম রেজা) , আকমল হোসেন বাদশা, জাহিদুল ইসলাম জাহিদ সহ আরও অনেকে।
CBALO/আপন ইসলাম