মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি’:
চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা উপহার স্বরুপ সহায়তা পেলেন ১৭০ পরিবার। বৃস্পতিবার (২১মে,২০২০ ইং-) সকালে ইউনিয়ন পরিষদে করোনা (ভাইরাস-১৯) কারনে সৃষ্ট খাদ্য সংকট মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তার অংশ বিশেষ দশ কেজি করে ৪র্থ বারের মত ১৭০ পরিবারকে এ চাউল বিতরণ করেন। এ সময় বিতরণ কার্যসূচিতে অংশ নেন বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতলব।
আরও ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শফি,বমু বিলছড়ি ইউনিয়ন আ,লীগ নেতা ও বমু বিলছড়ি সাবেক ছাত্রলীগ ফাউন্ডেশনের সেক্রেটারি মোঃ নাজমুল হুদা,ইউপি মেম্বার আহমদ মিয়া,মোঃ রমিজ উদ্দীন,মোঃ আজিজুর রহমান,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন,২ নং ওয়ার্ড আ,লীগের সভাপতি বাহার উদ্দীন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ সাইদুল হক প্রমুখ। এছাড়াও চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বমু বিলছড়িতে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী পেলেন ৩০ পরিবার।
বৃস্পতিবার (২১ মে,২০২০ ইং–) দুপুরে ইউনিয়ন পরিষদ এ উপহার সামগ্রীগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতলব। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাউল ১০কেজি,সাবান ১টি,তেল ১কেজি,ছোলা ১কেজি,চলার ডাল ১কেজি,চিনি ১কেজি ও আলু ১কেজি।