হে মুসলিম, বলো!
আগুনের মত জ্বলি মোরা
বরফের মতো শীতল,
সর্বহারা দেহক্রান্ত
রক্ত ঢেলে দেই অটল!
আকাশ -বাতাস সব ছাড়িয়ে
দৌড়ে যাই অবিরত,
ঈমান মোদের শক্ত আছে
ভয় পাবো না এতো।
বিশ্বের বুকে মুসলিম যতো
একই রক্তের বাঁধন,
মুসলিম তুমি নির্যাতিত হলে
হাতে উঠে মোর কাঁপন!
ঈমান যদি সাথে থাকে তোমার
তুমিই সবচেয়ে বড় মহাবীর,
এ যুগে তুমিই, ওমর, আলী, উসমান
বসে থেকো না নীড়।।
CBALO/আপন ইসলাম