বাবা নামক বট বৃক্ষ জন্ম থেকেই পাশে,
এই ধরাতে আসার আগে ছিলাম বাবার হাড়ে।
যেদিন থেকে জন্ম নিলাম বাবার ছোট্ট ঘরে,
সেদিন থেকে বাবা যেন আমায় নিয়া ভাবে।
ধীরে ধীরে যখন আমি হাঁটতে শুরু করি,
যুক্ত হলো আমার সাথে নানান বায়নার জুড়ি।
করতে আমার বায়না পূরণ সময় নাহি পায়,
সন্তান আমার থাকুক সুখে সব বাবারাই চাই।
নিজের ভালো চাই না বাবা আমার ভালো চাই।
দিন দুপুরে সকাল সাঁঝে ব্যস্ততায় কাটায়।
বাবা খুবই পরিশ্রমী এই শহরের ভিড়ে,
করতে আমায় মহাখুশি নিজের তনু লোটে।
বাবা আমার আজব মানুষ সব মানুষের মাঝে,
নিজের দুঃখ আড়াল করে সন্তানের সুখ খুঁজে।
বাবা হয়তো খুব হিসাবী নিজের জন্য না,
ভবিষ্যতে করতে পূরণ সন্তানের বায়না।
বেঁচে থাকার শ্রেষ্ঠ সম্পদ বাবা নামক খুঁটি,
জীবন তরীর বৈঠা নিল নিজের হাতেই ধরি।
বাবা মানেই সাদামাটা উদার মনের মানুষ,
বাবার মত মিলবে না আর, এমন স্বার্থহীন পুরুষ।
উৎসর্গ: বাবা প্রেমিদের ।
CBALO/আপন ইসলাম