বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
দেশব্যাপী বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ঘরে অবস্থানরত কর্মহীন হয়ে পড়া সকল সম্প্রদায়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন রামগড় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের। এসময় রামগড় পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট একহাজার পরিবারকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই,চিনি,দুধ,তৈল,নারকেল বিতরণ করেন।
বুধবার সকাল এগারোটায় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় এবং রামগড় সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী মর্যাদা)বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা।এসময় আরো উপস্থিত ছিলেন পাজেপ সদস্য মংশাপ্রু চৌধুরী অপু, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কার্বারী, রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নরুল আলম (আলমগীর),রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল।
এসময় সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা(এমপি) বলেন বর্তমান করোনা ভাইরাস এর কারণে দেশব্যাপী মানুষের মাঝে এক হাহাকার সৃষ্টি হয়েছে, মানুষ আজ এই মহামারীতে কর্মহীন হয়ে পড়েছেন,সমাজের সর্বস্তরের মানুষকে তিনি এগিয়ে আসার আহবান জানিয়েছেন।তাছাড়া দেশের এই ক্রান্তিলগ্নে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক পদক্ষেপ গুলো তিনি জনসম্মুখে তুলে ধরেন।