কে,এম আল আমিন :
দীর্ঘ ৮ বছর পর আজ বৃহ:বার বর্ণাঢ্য আয়োজনে, নেতা কর্মীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শুরু হচ্ছে।উক্ত কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করবেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক মৎস্য মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাড.আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।কাউন্সিল অধিবেশনের প্রধান বক্তা, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মাননীয় তথ্য মন্ত্রী জননেতা ড. হাসান মাহমুদ এমপি।
এ ছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, এস কামাল,ডা: রোকেয়া সুলতানা,প্রফেসর মেরিনা জাহান কবিতা,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা: হাবীবে মিল্লাত মুন্না এমপি, রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ,উল্লাপাড়ার এমপি তানভীর ইমাম,শাহজাদপুরের এমপি হাসীবুর রহমান স্বপন,বেলকুচির এমপি আব্দুল মমিন মন্ডল,কাজিপুরের সাবেক এমপি তানভীর শাকিল জয়। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী- আল মাজী জিন্না কাউন্সিল অধিবেশনের সভাপতিত্ব করবেন এবং সাধারন সম্পাদক শরিফ উল আলম শরিফ অধিবেশনটি পরিচালনা করবেন।
CBALO/আপন ইসলাম