মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া উপজেলা চত্তরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এবং বে- সরকারি এনজিও সংস্থা ভার্ক ও ওয়াটার এইড এর সহযোগীতায় সচেতনামূলক আলোচনা সভা ও হাত ধোয়ার উপকরণ বিতরণ করা হয় । প্রধান অতিথি হয়ে হাত ধোয়ার উপকরণ বিতরণ করেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এমপি । এ অনুষ্ঠানে উপস্থিত জনগনকে করোনা কালিন সময়ে কিভাবে হাত ধুতে হয় সে বিষয়ের উপর এমপি মহাদয় দিকনির্দেশনা দেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল ও ভার্ক এর কর্মকর্তাগন ।
CBALO/আপন ইসলাম