মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া আলোড়ন সমবায় সংঘের উদ্যোগে আলোয়াখোয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করছে। পবিত্র রমজান সিয়াম সাধনার মাসে মহামারী করোনা দুর্যোগের ফলে কর্মহীন হয়ে পড়া মানুষরা মুখরোচক খাবার দিয়ে ইফতার করতে পারছেন না।
বিষয়টি ভেবে আলোড়ন সমবায় সংঘের যুব সদস্যরা এলাকার কিছু বিত্তবান ব্যক্তি ও নিজেদের আর্থিক সহযোগিতায় গরীব, দুস্থ্য রোজাদার মানুষের হাতে ইফতারের পুর্ব মহুর্তে এক প্যাকেট করে রান্না করা ইফতার সামগ্রী(খিচুরী, ডিম, খেজুর, শসা,ছোলা, পিঁয়াজু ও বুন্দিয়া) বাড়ি বাড়ি গিয়ে পৌছিয়ে দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক জানান, তিনদিন ধরে দুস্থ্য রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছি। এ সংগঠন হতে প্রতিদিন ৩০০ দুস্থ্য রোজাদাবকে ইফতার করাচ্ছি। তিনদিনে ৭৫০ জন গরীব দুস্থ্য রোজাদারকে ইফতার করাতে পেরে আমরা গর্বিত। ইফতার বিতরণের সময় দুস্থ্য রোজাদারদের মুখে হাসি দেখে সত্যিই আমরা মুগ্ধ।