খন্দকার মোহাম্মাদ আলী:
সিরাজগঞ্জের কামারখন্দে রিফাত (২) নামে এক শিশুর গলায় আটকে যাওয়া একটি সোকেচের তালা বিনা অস্ত্রাপচারে ঝুঁকি নিয়ে উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। রিফাত উল্লাপাড়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে। রিফাতের স্বজনরা জানান, বুধবার সকালে সোকেচের তালা দিয়ে খেলছিল রিফাত। হঠাৎ করেই তালা গলায় আটকে যায়। পরে রিফাতকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, গলায় তালা আটকে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসার পর আটকে থাকা তালাটি উদ্ধারে চেষ্টা চালায় চিকিৎসকরা।
এমতাবস্থায় কিছুক্ষণ পর শিশুটি অচেতন হয়ে পড়ে। তবুও অনেকটা ঝুঁকি নিয়েই মূমুর্ষ এই শিশুর শ্বাসনালী থেকে তালা উদ্ধারে চেষ্টা চালিয়ে যান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমনুল হক, মেডিকেল অফিসার ডা. ফারাহ নাজ দোলা, ডা. নওশীন ইয়াসমিন তন্নী, ডা. ফাহিম, এ্যাসিসটেন্ট মেডিকেল অফিসার ইউসুফ আলী ও নার্স সাদিয়া জাহান সুমাইয়া।প্রায় ৭ মিনিট চেষ্টার পর অবশেষে শিশুটির গলা থেকে তালাটি উদ্ধার করেন চিকিৎসকরা। তালা উদ্ধার করে শিশুটির উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
CBALO/আপন ইসলাম