কে,এম আল আমিন :
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) শেষ হয়েছে সলঙ্গার সনাতন ধর্মালম্বীদের প্রাণের উৎসব দুর্গাপুজা। সলঙ্গায় সাপ্তাহিক বড় হাট বসায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় গাঢ়ুদহ নদী সহ আশেপাশের নদীনালা-পুকুরে তারা দেবীর বিসর্জন দেন। অন্যান্য বছরের ন্যায় এবারে ছিল না শোভাযাত্রা, তেমন আনন্দ আয়োজন। শুধু ঢাকের বাদ্য আর অশ্রুভেজা ভালোবাসায় দুর্গতিনাশিনী মা দুর্গাকে তারা বিদায় জানান। এবারে থানায় ৩০ টি পুজা মন্ডপে শান্তিপুর্ণ ভাবে দুর্গাপুজা উদযাপিত হয়েছে।
CBALO/আপন ইসলাম