কবি কথিত বন্ধুর সাথে
এসেছিল কুমিল্লার দৌলত পুরে,
এখানকার সৌন্দর্য্য দেখে
কবির মন যায় জুড়ে।
কবির মনটা ছিল ভ্রমন প্রিয়াসী
আবার একদিকে ছিল উদাসী ।
দৌলতপুরে বিয়ের এক অনুষ্ঠানে
কবি দেখেন নার্গিস নামের
এক সুন্দরী মেয়ে,
কবির অপলক দৃষ্টিতে
থাকেন তাহার দিকে চেয়ে।
সুন্দরী নার্গিসের সাথে
কবির হয় পরিচয়,
সেই থেকে শুরু হয়
প্রেমের আদান প্রদয় ।
অনেক স্বপ্ন দেখেছেন
তিনি নার্গিসকে নিয়ে,
প্রেমের শেষ পরিনয়ে
করেন তাহাকে বিয়ে।
কবি সর্বদা বসে থাকেন
পুকুরপাড় ও কামরাঙ্গা গাছের নিছে,
কত গান কবিতা নাটক
লিখেছেন সেখানে বসে।
লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন
লাঙ্গলমোড়া, ঘুড়কা রায়গঞ্জ, সিরাজগঞ্জ।