বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

দিনাজপুর চিরিরবন্দরে সাতনালা ইউপি উপ-নির্বাচনে ধানের শীষের জয়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৯:৪৪ পূর্বাহ্ণ

সোহাগ গাজী,চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ২ নম্বর সাতনালা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুলের চাচাতো ভাই এনামুল হক শাহ্ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৩৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ডী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল হামিদ শাহ্ (নৌকা) প্রতীকে পেয়েছেন ২৮১৩ ভোট।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এদিকে আওয়ামীলীগের আরেক স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম শাহ্ (আনারস) প্রতীকে পেয়েছেন ১৯৮৬ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ২২১৫ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (লাঙল) প্রতীকে পেয়েছেন ১৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক (চশমা) প্রতীকে পেয়েছেন ১১০ ভোট।

নির্বাচন সূত্রে জানাগেছে, সাতনালা ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪৪০৫ জন। মোট ভোট গ্রহন হয়েছে ১০৫২৩ জনে। বাতিল হয়েছে ৩৫০৮ ভোট।

এ ইউনিয়নের চেয়ারম্যান মো.ফজলুর রহমান দুলাল গত ১৫ জুলাই বুধবার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর