মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩নং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের ৪নং সাধারণ ওয়ার্ডের উপনির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েনের মাধ্যমে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়। সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানস রায় জানান, ২১নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এলাকার ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২,৩১৫ জন। তিনজন সদস্য প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেয়। এরমধ্যে প্রদীপ কুমার রায় ফুটবল প্রতিকে ১২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ বকুল ইসলাম টিউবওয়েল প্রতিকে ৪৪৫ ভোট পেয়েছেন। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১৯২০, বাতিলকৃদ ভোটের সংখ্যা ৩১ মোট বৈধ ভোটের সংখ্যা ১৮৮৯ ।
রিটার্নিং অফিসার জানান, আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের ৪নং সাধারণ ওয়ার্ডের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মৃত্যুবরণ করার কারনে ওই ওয়ার্ডের সদস্য পদটি শুন্য হয়ে যায়।শুন্যপদটি পুরনের জন্য বিধি মোতাবেক উপনির্বাচন দেয়া হয়েছে। ভোট কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ উপনির্বাচন উপহার দেয়া হয়েছে। এ উপনির্বাচনে একটি কেন্দ্রের জন্য পর্যাপ্ত পুলিশ , আনসার, র্যাব, ডিবি, ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।
CBALO/আপন ইসলাম