রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আগৈলঝাড়ায় মহামারি করোনায় কর্মহীন মানুষের মাঝে বাকাল ইউনিয়নের ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে ২৩১ জনকে বড়মগড়া বালুর মাঠে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরন করা হয়েছে। এসময় প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করেন বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপুল দাস, উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা ট্যাগ অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ ফিরোজ শিকদার,ইউপি সদস্য মোঃ সোবাহান মিয়া, নির্মল বিশ্বাস, অজিত শিকারী মায়া বাড়ৈ প্রমুখ।
অপরদিকে গৈলা মডেল ইউনিয়নের ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডের টেমার মালেকা খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩৭০ কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে চাল বিতরন করেন চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার।